SSC পরীক্ষায় ভিন রাজ্যের প্রার্থী, কুণাল ঘোষের খোঁচা আর সজল ঘোষের পাল্টা জবাব

দীর্ঘ ৯ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হলো স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষায় উত্তরপ্রদেশ ও বিহারের মতো বিজেপি শাসিত রাজ্য থেকে পরীক্ষার্থীরা আসায় রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিষয়টি নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন, যার পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ।

কুণাল ঘোষের কটাক্ষ

কুণাল ঘোষ তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “বাংলায় SSC পরীক্ষায় যোগীরাজ্য-সহ ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমত পরীক্ষা হয় না। তাই তাঁরা এখানে পরীক্ষা দিতে এসেছেন, কী বুঝলেন?” তিনি আরও বলেন, “এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে। কেউ হয়রান করেনি, অপমান করেনি, বাধা দেয়নি! কিছু বুঝলেন?” এই মন্তব্যের মাধ্যমে তিনি বিজেপিকে তাদের শাসিত রাজ্যে চাকরির অভাব এবং পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতার অভাব নিয়ে খোঁচা দিয়েছেন।

সজল ঘোষের পাল্টা জবাব

কুণাল ঘোষের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, “এটা বোধহয় ঠিক কথা হলো না। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো-দের মতো। এরা সারা ভারতবর্ষ জুড়ে পরীক্ষা দিয়ে বেড়ায়।” তিনি কুণাল ঘোষকে উদ্দেশ্য করে বলেন, “উত্তরপ্রদেশের, মধ্যপ্রদেশের মানুষকে যদি এরকম ঘৃণার চোখে দেখা হয়, তারাও কিন্তু ওই রাজ্যে ঘৃণাই দেখাবে। কুণাল ঘোষের যা যোগ্যতা, তাতে ওটা ওর মাথায় ঢুকবে না। ওকে যন্তর মন্তর ঘরে ঢুকিয়ে দিয়েছে, কানে যা বলে দিয়েছে, সেটাই বলে যাচ্ছে। রোবটের মতো। এআই-এর মতো।”

পরীক্ষার পরিস্থিতি

আজ, রবিবার থেকে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে। কোচবিহার জেলার ৩০টি কেন্দ্রে প্রায় ১৩ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।