গণেশ বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুতের তারে ট্রলি লেগে বিদ্যুৎস্পৃষ্ট ১, আহত ৫

মুম্বইয়ে গণেশ বিসর্জনের আনন্দ বদলে গেল বিষাদে। একটি গণেশ বিসর্জন শোভাযাত্রা চলাকালীন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুই শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১টায় মুম্বইয়ের সাকিনাকা এলাকার এস জে স্টুডিয়োর কাছে।

কীভাবে ঘটলো এই দুর্ঘটনা?

মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, শ্রী গজানন মিত্র মণ্ডলের গণেশ বিসর্জনের ট্রলিটি খইরানি রোডে এস জে স্টুডিয়োর সামনে আসার সময় ১১ হাজার ভোল্টের হাইটেনশন তারের সঙ্গে ঘষা লাগে। এর ফলে ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিনু শিবকুমার (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়। আহতদের মধ্যে রয়েছেন তুষার গুপ্ত (১৮), ধর্মরাজ গুপ্ত (৪৩), আরুষ গুপ্ত (১২), শম্ভু কামি (২০) এবং করণ কানোজিয়া (১৪)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গাফিলতির অভিযোগ

স্থানীয়রা মুম্বইয়ের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, “বিদ্যুতের তার থেকে একটি ঢিলেঢালা তার ঝুলছিল। সেটাই ট্রলির সঙ্গে লেগে এই দুর্ঘটনা ঘটেছে।” তিনি আরও অভিযোগ করেন যে সাকিনাকা এলাকায় এর আগেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষের মৃত্যু হয়েছে এবং স্থানীয়রা সব সময় আতঙ্কে থাকেন।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বিভাগীয় সভাপতি মহেন্দ্র ভানুশালি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এই ঘটনায় টাটা পাওয়ার এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা না হয়, তাহলে তারা বড় ধরনের আন্দোলনে নামবেন। যদিও এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি।

মুম্বই জুড়ে কঠোর নিরাপত্তা

মুম্বই পুলিশ গণেশ বিসর্জন উপলক্ষে ২১ হাজার পুলিশ সদস্যকে নিরাপত্তার কাজে মোতায়েন করেছে। এর আগে, গণেশ বিসর্জন কেন্দ্র করে নাশকতার হুমকিও এসেছিল। এই ঘটনার পরেও বিসর্জন নির্বিঘ্নভাবে চলছে এবং রবিবার সকালেও বিশাল শোভাযাত্রাগুলো সৈকতে পৌঁছাচ্ছে।