জলসা দেখে বাড়ি ফিরলেন না ব্যবসায়ী, সকালে পুকুরের ধারে মিলল রক্তাক্ত মৃতদেহ

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জরুর মাঠ থেকে এক বালি ব্যবসায়ী কায়েম শেখের (৩২) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে।
কীভাবে ঘটল এই ঘটনা?
জানা গেছে, শনিবার রাতে গ্রামে একটি জলসার অনুষ্ঠান চলছিল। কায়েম শেখ বন্ধুদের সঙ্গে সেই জলসা দেখতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে গভীর রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। দীর্ঘক্ষণ তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। অবশেষে রবিবার সকালে একটি পুকুরের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
পরিবারের অভিযোগ ও পুলিশের তৎপরতা
মৃতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, ব্যবসায়িক শত্রুতার জেরেই তাকে খুন করা হয়েছে। তারা পুলিশের কাছে এই ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষীদের দ্রুত চিহ্নিত করার আবেদন জানিয়েছেন।
খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।