সন্ত্রাসের মোকাবিলায় এবার ট্রেনে সিসিটিভি, রেলের বড় পদক্ষেপ, মিলবে কি নিরাপত্তা,

উত্তরপ্রদেশ এবং বিহারে ট্রেনযাত্রায় নিরাপত্তাহীনতার অভিযোগ দীর্ঘদিনের। চুরি, ছিনতাই, এবং যাত্রীদের ওপর হামলার মতো ঘটনা বারবার সামনে এসেছে, যার ফলে রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে এই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল উত্তর-মধ্য রেলওয়ে (NCR)। এবার ট্রেন যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১,৮০০ যাত্রীবাহী কোচে বসানো হচ্ছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা।
কীভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা?
এই প্রকল্পের আওতায় আধুনিক এলএইচবি (Link Hofmann Bush) এবং পুরোনো আইসিএফ (Integral Coach Factory) কোচ, সবক্ষেত্রেই নজরদারি বাড়ানো হবে। প্রিমিয়াম ট্রেন যেমন প্রয়াগরাজ এক্সপ্রেস এবং শ্রমশক্তি এক্সপ্রেসে বসানো হবে এআই-চালিত ক্যামেরা, যা রিয়েল-টাইম ট্র্যাকিং ও মনিটরিং করতে সক্ষম। এই উন্নত প্রযুক্তি ট্রেন ভ্রমণে নিরাপত্তা ও নজরদারিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
কোথায়, কত ক্যামেরা বসবে?
প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় শ্রেণির এসি কোচ ও চেয়ার কারে বসানো হবে ৪টি করে ক্যামেরা।
সাধারণ কামরা, এসএলআর কোচ এবং প্যান্ট্রি কারে থাকবে ৬টি করে ক্যামেরা।
এই ক্যামেরাগুলো ১০০ কিলোমিটারেরও বেশি গতিতে চলা ট্রেন বা কম আলোতেও স্পষ্ট ফুটেজ রেকর্ড করতে পারবে। প্রতিটি কোচের প্রবেশপথ ও করিডর নজরদারির আওতায় থাকবে।
মনিটরিং এবং ভবিষ্যত পরিকল্পনা
ক্যামেরা থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজ সরাসরি এনসিআর সদর দপ্তর এবং আগ্রা, ঝাঁসি ও প্রয়াগরাজের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের অফিস থেকে মনিটর করা হবে। রেলের আশা, এই উদ্যোগ শুধু অপরাধ ঠেকাতেই নয়, বরং তদন্তের কাজেও গতি আনবে। ভবিষ্যতে লোকোমোটিভ ক্যাবিনেও সিসিটিভি বসানোর পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের ফলে রেলযাত্রায় যাত্রীদের নিরাপত্তা এবং আস্থা ফিরে আসবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।