প্রেমিকের সঙ্গে কাকিমাকে দেখে ফেলায় মর্মান্তিক পরিণতি, খুন করা হলো ৬ বছরের নাবালিকাকে

উত্তরপ্রদেশের হাথরাসে এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ৬ বছরের এক নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে তার কাকিমা এবং এক কিশোরের বিরুদ্ধে। এই নৃশংস ঘটনায় পুলিশ দু’জনকেই গ্রেফতার করেছে।

ঘটনার বিবরণ

ঘটনাটি ঘটে গত বুধবার, যখন নাবালিকা উর্বীর বাড়িতে একটি অনুষ্ঠান চলছিল। সকলে যখন আনন্দে মেতে ছিল, তখন উর্বী খেলতে খেলতে একটি নির্জন ঘরে ঢুকে পড়ে। সেখানেই সে তার কাকিমা (৩০) এবং এক ১৭ বছর বয়সী কিশোরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। নাবালিকাটি তার বাবাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বলতেই ওই মহিলা ও কিশোর তাকে শ্বাসরোধ করে খুন করে। এরপর নাবালিকার দেহটি একটি পাটের ব্যাগে ভরে কুয়োয় ফেলে দেয়।

পুলিশি তদন্ত

পুলিশ আধিকারিক অশোক কুমার সিং জানান, পরদিন রাতে বাড়ির কাছে একটি কুয়ো থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে খুনের বিষয়টি নিশ্চিত হয়েছে। ধৃত মহিলা পুলিশকে জানিয়েছেন, তিন মাস ধরে ওই কিশোরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সেদিন স্বামী ও শাশুড়ি বাড়িতে না থাকায় তারা এই সুযোগ নিয়েছিল।