এসএসসি-র ভাবমূর্তি ফেরাতে কড়া পদক্ষেপ, নির্বিঘ্নে শুরু হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা

গোটা দেশকে নাড়িয়ে দেওয়া এসএসসি (SSC) দুর্নীতি কেলেঙ্কারির পর এবার নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এই লক্ষ্যে শনিবার সকাল থেকে রাজ্যজুড়ে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কমিশনের সদর দপ্তর থেকে শুরু করে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
কড়া নিয়মকানুন
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে ১১:৪৫ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এরপর আর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয় এবং দুপুর ১:৩০ পর্যন্ত চলে। কলকাতার রাজাবাজারের ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতেও এই নিয়ম কঠোরভাবে পালন করা হয়েছে।
সদর দফতরেও কড়া নিরাপত্তা
পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশনের সদর দফতরকেও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কলকাতা পুলিশ এবং বিধাননগর সিটি পুলিশের বিশেষ নজরদারিতে রয়েছে এই এলাকা।
পরীক্ষা কেন্দ্রের তথ্য
এবারের এসএসসি পরীক্ষায় মোট ৩,১৯,৯১৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। রাজ্যজুড়ে মোট ৬৩৬টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, যার মধ্যে শুধুমাত্র কলকাতায় রয়েছে ৪১টি কেন্দ্র। প্রশ্নপত্র যাতে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়, তার জন্য প্রতিটি গাড়িকে পুলিশের এসকর্ট দেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত কোনো কেন্দ্র থেকে কোনো অভিযোগ আসেনি। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে এসএসসি কর্তৃপক্ষ।