SSC-পরীক্ষা প্রহসন, ফল হবে অশ্বডিম্ব, তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

এসএসসি (SSC) পরীক্ষার স্বচ্ছতা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার রাজ্যে যখন বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তার আগেই শনিবার রাতে আসানসোলে এসে তিনি এই পরীক্ষাটিকে ‘প্রহসন’ বলে কটাক্ষ করেন এবং বলেন এর ফল ‘অশ্বডিম্ব’ ছাড়া কিছুই হবে না।
শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ
আসানসোলের একটি হোটেলে দলের বুথ লেভেলের নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “এটা একটা ত্রুটিযুক্ত পরীক্ষা। ১৯৫৮ জন শিক্ষক-শিক্ষিকা দাগী, তাদের মধ্যে ১৮০৬ জনের নাম ঘোষণা করা হয়েছে এবং বাকি ১৫২ জন দাগীকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয়ও আছেন।” তিনি আরও অভিযোগ করেন, “প্রশ্নপত্র বিক্রি হয়েছে। সেন্টার পিছু অর্থের বিনিময়ে তৃণমূল কর্মীরা পুলিশকে সাথে নিয়ে নয় বছর পর একটি প্রহসনের পরীক্ষা করতে চলেছে।”
রাজনৈতিক বিষয় নিয়েও মন্তব্য
এসএসসি ছাড়াও অন্যান্য রাজনৈতিক বিষয়েও তিনি মন্তব্য করেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন প্রসঙ্গে তিনি বলেন, “এদেরকে জেলেই রাখতে হবে এবং এই মামলাগুলোকে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যেতে হবে। কারণ এখানে জেলে থাকলেও তারা উডবার্ন ওয়ার্ডে যাবে এবং অষ্টমী বা রবিবারেও লুচি, ছোলার ডাল, খাসির মাংস খাবে।”
এছাড়াও আব্বাস সিদ্দিকী ও ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়েও তিনি কথা বলেন। তিনি বলেন, ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমাটি সবার মোবাইলে পৌঁছে যাবে এবং বাংলার কোটি কোটি মানুষ স্মার্টফোনে এই সিনেমা দেখবে। তিনি বলেন, বর্তমান প্রজন্মের জানা উচিত ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ এবং নোয়াখালি গণহত্যায় কী ঘটেছিল।