যাত্রীবোঝাই বাস উল্টে গেল নয়ানজুলিতে, মালদহে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, আহত ৩০

মালদহের ইংরেজবাজারের কোতুয়ালি আরাপুর এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাস নয়ানজুলিতে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, মালদহ শহর থেকে রতুয়ার দিকে তীব্র গতিতে যাচ্ছিল মিনিবাসটি। সেই সময় একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাসটি সড়কের পাশেই একটি নয়ানজুলিতে উল্টে যায়।
উদ্ধারকাজ ও পুলিশের তৎপরতা
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান এবং পুলিশকে খবর দেন। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে। সকল আহতকে দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তার পরিচয় নিশ্চিত করার জন্য তদন্ত চালাচ্ছে।
এই ঘটনা আবারও রাজ্যের গণপরিবহণে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বেপরোয়া গতি এবং রেষারেষির কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে।