ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, মহিলাদের উদ্ধারে বাধা তালিবানি ফতোয়া,

ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড আফগানিস্তান। চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর আহত মানুষের আর্তনাদ। এরই মধ্যে তালিবান সরকারের একটি কড়া ফতোয়া মানবিকতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে পুরুষদের উদ্ধার করা হলেও, মহিলাদের উদ্ধারে বাধা হয়ে দাঁড়িয়েছে কট্টর শরিয়া আইন।
মহিলাদের স্পর্শ করা নিষেধ!
জানা গেছে, তালিবান শাসনে উদ্ধারকারী দলগুলো দ্বিধায় পড়েছেন। কারণ তাদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো পুরুষ যেন মহিলাদের স্পর্শ না করে। ফলে, চোখের সামনে মহিলারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কাতরালেও তাদের সাহায্যের হাত বাড়াতে পারছেন না পুরুষ উদ্ধারকারীরা। এমনকী, উদ্ধারকাজে কোনো মহিলা উদ্ধারকারী দলও নেই, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
যদি কোনো মহিলাকে স্পর্শ করা হয়, তাহলে কঠোর শাস্তির বিধান রয়েছে। মৃত্যুর পরেও তাদের শরীর সরাসরি স্পর্শ করা নিষেধ। একমাত্র যদি মৃত মহিলার পোশাক ঢিলেঢালা হয়, তাহলে শুধু পোশাক টেনে দেহ বের করা হচ্ছে। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে, তাহলে তার হাত কেটে নেওয়ার মতো কঠোর শাস্তি দেওয়া হতে পারে বলে জানা গেছে।
ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু
গত ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ৬.২ মাত্রার এই ভূমিকম্পে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চল কেঁপে ওঠে। এর ফলে প্রায় ২,২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং ৩,৬০০ জনেরও বেশি আহত হন। হাজার হাজার ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা খাদ্য, আশ্রয় এবং চিকিৎসার জন্য সাহায্য পাঠাচ্ছে। কিন্তু একের পর এক কম্পন এবং তালিবানের এই ফতোয়া স্থানীয় মানুষদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।