দেবের অনুষ্ঠানের ব্যানার খুলল তৃণমূলেরই পুরসভা, শোরগোল রায়গঞ্জে

নিজের আগামী ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচারের জন্য রায়গঞ্জে আসছেন অভিনেতা-সাংসদ দেব। আর তাঁর এই আগমনকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে তীব্র সংঘাত। অভিযোগ, দেবের অনুষ্ঠানের প্রচারমূলক ব্যানার খুলে ফেলেছে রায়গঞ্জ পুরসভা। এর প্রতিবাদে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) বিক্ষোভ দেখিয়েছে।
ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত এলাকায়। তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট সেখানে দেবের ছবি ও অনুষ্ঠানের প্রচারের জন্য বড় বড় ব্যানার লাগিয়েছিল। কিন্তু সেই ব্যানারগুলোই পুরসভা খুলে ফেলার নির্দেশ দেয়।
রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, ব্যানারগুলো খুবই বড় ছিল, যার কারণে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। তিনি বলেন, “যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। তাছাড়া পুরসভাকে না জানিয়ে ব্যানার লাগানো বেআইনি। সেই কারণেই ব্যানার খুলে ফেলা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।”
যদিও টিএমসিপি এই যুক্তি মানতে নারাজ। তাদের অভিযোগ, পুরসভার এই পদক্ষেপের পেছনে কোনো ‘অশুভ আঁতাত’ কাজ করছে। টিএমসিপি কর্মী রিন্টু দাস এই ঘটনাকে ‘দুঃখজনক এবং লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন।
টিএমসিপি নেতা শেখর মণ্ডল বলেন, “কেন আমাদের না জানিয়ে পুরসভা ব্যানারগুলি খুলে ফেলল? আমাদের কোনো ভুল থাকলে তারা জানাতে পারত। দেব একজন অভিনেতা হওয়ার পাশাপাশি তৃণমূলের একজন সাংসদ, এটা পুরসভার মনে রাখা উচিত।”
এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন রায়গঞ্জ পুরসভার প্রশাসনিক দায়িত্বেও রয়েছেন তৃণমূলের লোকজন, যা দলের অন্দরে বিভাজনকে আরও স্পষ্ট করে তুলছে।