কালো পোশাকে পরীক্ষার হলে চাকরিহারারা, পরীক্ষা শুরুর আগে পেন বিতর্ক

রবিবার বহু প্রতীক্ষিত স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হলো। তবে পরীক্ষা শুরু হতে না হতেই বিতর্কের জন্ম দিয়েছে কলম। বারাসতের বেশ কয়েকটি কেন্দ্রে কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের ব্যক্তিগত কলম ব্যবহার করতে না দিয়ে একটি নতুন পেন সরবরাহ করে, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের দেওয়া ‘ইউজ অ্যান্ড থ্রো’ পেনে কালি ঠিকমতো পড়ছিল না, যার ফলে উত্তর লিখতে অসুবিধা হচ্ছিল। এই ঘটনায় পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ।

কালো পোশাকে চাকরিহারাদের প্রতিবাদ

এই পরীক্ষার মাধ্যমে একদিকে যেমন নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে, তেমনই অন্যদিকে পুরোনো দুর্নীতিতে চাকরি হারানো শিক্ষকরাও নিজেদের প্রতিবাদ জানাচ্ছেন। এদিন বহু চাকরিহারা শিক্ষককে কালো পোশাক পরে পরীক্ষা দিতে দেখা গেছে। যোগ্য শিক্ষকদের মঞ্চের মুখ মেহবুব মণ্ডল কালো পোশাকে এসে বলেন, “আমরা কালো পোশাক পরে প্রতিবাদ জানাচ্ছি। অসাংবিধানিক ভাবে আমাদের আজ পরীক্ষায় বসতে হলো। অপরাধীদের আড়াল করে নিরপরাধীদের বলি দিতে এই ব্যবস্থা।” তিনি আরও বলেন, তাঁরা কোনোদিনই এই পরীক্ষায় বসতে চাননি, কারণ তাঁরা নিজেদের মেধা প্রমাণ করেই চাকরি পেয়েছিলেন।

এই পরীক্ষা একদিকে যেমন নতুনদের জন্য আশার আলো, তেমনই পুরোনো চাকরিহারাদের জন্য এক তিক্ত অভিজ্ঞতা।