সরান্ডা অরণ্যে বড় সাফল্য, ১০ লাখ টাকার পুরস্কারপ্রাপ্ত মাওবাদী নেতা খতম

ঝাড়খণ্ডের সরান্ডা অরণ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে খতম হয়েছে কুখ্যাত মাওবাদী নেতা অমিত হাসদা ওরফে আপটান। তার মাথার ওপর ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত ছিল। রবিবার পুলিশ আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে।

সারান্ডা অরণ্যে এনকাউন্টার

পুলিশ সূত্রে খবর, পশ্চিম সিংভূমের গইলকেরা থানার অন্তর্গত সরান্ডা অরণ্যে এই এনকাউন্টারটি ঘটে। ঝাড়খণ্ড পুলিশ, সিআরপিএফ এবং কোবরা ব্যাটালিয়নের একটি যৌথ দল শনিবার রাত থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল। মাওবাদীদের গোপন আস্তানার খবর পেয়েই এই অভিযান চালানো হয়।

রবিবার ভোরে তল্লাশি চলাকালীন মাওবাদীরা গুলি চালানো শুরু করলে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয়। প্রায় এক ঘণ্টার তীব্র গুলির লড়াইয়ের পর অমিত হাসদা নিহত হয়। চাইবাসার পুলিশ সুপার পারস রানা জানিয়েছেন, “অমিত হাসদা ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং ওড়িশা সীমান্তে বহু হামলায় জড়িত ছিল। তার মৃত্যু মাওবাদী দমনে এক বড় সাফল্য।”

ঘটনাস্থল থেকে একটি SLR রাইফেল, মাওবাদী নথি এবং অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

অমিত হাসদার বিরুদ্ধে অভিযোগ

পুলিশ জানায়, নিহত মাওবাদী নেতা অমিত হাসদা মাওবাদীদের দক্ষিণ-পশ্চিম ঝাড়খণ্ড জোনাল কমিটির অন্যতম কমান্ডার ছিল। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ছিল:

আইইডি বিস্ফোরণ: পশ্চিম সিংভূম ও সিমডেগায় পুলিশের ওপর আইইডি বিস্ফোরণ ঘটানো।

হামলা: নিরাপত্তা বাহিনীর টহলদলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা।

জোরপূর্বক সহযোগিতা: স্থানীয় মানুষদের ভয় দেখিয়ে মাওবাদী কার্যকলাপে বাধ্য করা।

সদস্য সংগ্রহ: নতুন সদস্য সংগ্রহ ও তাদের প্রশিক্ষণ দেওয়া।

অভিযান অব্যাহত

অমিত হাসদার মৃত্যুতে নিরাপত্তা বাহিনী বড় সাফল্য পেলেও, সরান্ডা অরণ্যে এখনও কিছু মাওবাদী নেতা সক্রিয় রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের খুঁজে বের করতে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। ঘন জঙ্গল এবং দুর্গম ভূখণ্ডের কারণে মাওবাদীরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। পুলিশ সুপার পারস রানা জানান, “অভিযান জারি থাকবে যতক্ষণ না বাকিদের ধরা সম্ভব হয়।”