প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান, নাবালিকাকে বেধড়ক মারধর, অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী তরুণী

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক ১৬ বছরের নাবালিকাকে মারধর ও অপমান করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই অপমান সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মঘাতী হয়েছে ওই তরুণী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ইন্দিরা নগর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার যুবক বিদ্যুৎ বিশ্বাস একই এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। কিন্তু ওই নাবালিকা তার প্রস্তাবে রাজি হয়নি। অভিযোগ, এরপর প্রতিশোধ নিতে বিদ্যুৎ তার পরিবারকে সঙ্গে নিয়ে ওই নাবালিকার বাড়িতে চড়াও হয়।

নাবালিকার পরিবারের অভিযোগ, ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে বিদ্যুৎ বিশ্বাস, তার বাবা-মা এবং বোন মিলে নাবালিকার বাড়িতে ঢুকে তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, তাকে আত্মহত্যায় প্ররোচনাও দেওয়া হয়।

অপমান ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে ওই নাবালিকা আত্মহত্যা করে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর ইন্দিরা নগর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত বিদ্যুৎ বিশ্বাস ও তার বাবা-মা পলাতক। তবে অভিযুক্তের বোন মেঘা দাসকে খড়দহ থানার পুলিশ গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মৃতার মা ক্ষোভের সঙ্গে বলেন, “ওই ছেলে, তার মা, বাবা, এবং বোন—এই চারজন মিলে আমার মেয়েকে শেষ করে দিল। আমার মেয়ে ওই ছেলেটিকে ভালোবাসত। কিন্তু যখন জানতে পারে ছেলেটা ভালো না, তখন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। এই কারণেই ছেলেটা আমাদের বাড়িতে ঢুকে আমার মেয়েকে শেষ করে দিল।”