মুম্বাইয়ে বোমা হামলার হুমকি, ১ কোটি মানুষকে মারার হুমকি দিয়ে আটক জ্যোতিষী

মুম্বাই পুলিশকে একের পর এক ভয়াবহ হামলার হুমকি মেসেজ পাঠানোর অভিযোগে অবশেষে আটক করা হলো এক জ্যোতিষীকে। গণপতি উৎসবের মধ্যেই বাণিজ্য নগরীতে অসংখ্য বিস্ফোরণ ঘটিয়ে ১ কোটি মানুষকে হত্যার হুমকি দিয়েছিলেন এই ব্যক্তি। আটককৃতের নাম অশ্বিনী কুমার (৫১)। তিনি বিহারের পাটনার বাসিন্দা হলেও গত পাঁচ বছর ধরে নয়ডার সেক্টর ৭৯-এ বসবাস করছিলেন।
জ্যোতিষী থেকে হুমকিদাতা
অশ্বিনী কুমার পেশায় একজন জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা। স্নাতকোত্তর ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও ব্যক্তিগত জীবনে তিনি নানান সমস্যায় জর্জরিত। স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদ এবং আর্থিক বিবাদ তার জীবনে অস্থিরতা এনেছিল। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অশ্বিনী তার পুরনো শত্রু ফিরোজকে ফাঁসাতেই এই কাণ্ড ঘটিয়েছেন।
কী ছিল সেই হুমকি বার্তায়?
হোয়াটসঅ্যাপে পাঠানো ওই বার্তায় দাবি করা হয়েছিল, মুম্বাই জুড়ে ৩৪ জন মানব বোমা এবং ১৪ জন পাকিস্তানি জঙ্গি প্রবেশ করেছে। হামলায় প্রায় ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে। ‘লস্কর-এ-জিহাদি’ নামক একটি সংগঠনের নামে এই হুমকি দেওয়া হয়েছিল এবং হিন্দুদের নিশ্চিহ্ন করার কথাও বলা হয়। এই বার্তা পুলিশ কন্ট্রোল রুম এবং ট্রাফিক পুলিশের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং তল্লাশি অভিযান শুরু হয়।
গ্রেফতার হলেন কীভাবে?
স্থানীয় সূত্রের খবর এবং একটি মুদি দোকানের সিসিটিভি ফুটেজের সহায়তায় পুলিশ অশ্বিনী কুমারকে শনাক্ত করে। প্রথমে নয়ডার পুলিশ তাকে আটক করে এবং পরে মুম্বাই পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের জেরায় অশ্বিনী স্বীকার করেছেন যে ব্যক্তিগত আক্রোশ থেকে তিনি এই কাজ করেছেন।