SSC-এর পরীক্ষায় বড়সড় বদল, এই ৪টি ভুলের জন্য বাতিল হতে পারে আপনার OMR শিট

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি! রাজ্যজুড়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা রওনা দিয়েছেন নিজেদের গন্তব্যে। এবারের এসএসসি পরীক্ষায় ভাগ্য নির্ধারিত হতে চলেছে প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থীর। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে স্কুল সার্ভিস কমিশন (SSC)।
কী কী পরিবর্তন আসছে এবং কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে?
অ্যাডমিট কার্ডে বারকোড, কড়া নজরদারিতে পরীক্ষা
এবারের অ্যাডমিট কার্ডে থাকছে বিশেষ বারকোড।
পরীক্ষার দিন সচিত্র পরিচয়পত্র (আধার/ভোটার কার্ড) এবং তার একটি সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স অবশ্যই সঙ্গে রাখতে হবে।
পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে, অর্থাৎ সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছানো বাধ্যতামূলক।
ওএমআর শিট পূরণের সময় এই ৪টি ভুল নয়!
পরীক্ষার মূল অংশ হলো ওএমআর শিট। সামান্য ভুলে বাতিল হতে পারে আপনার উত্তরপত্র। তাই এই বিষয়গুলোতে বিশেষভাবে সতর্ক থাকুন:
১. সঠিকভাবে তথ্য পূরণ: রোল নম্বর, নাম এবং অন্যান্য তথ্য সঠিক জায়গায় লিখুন। রোল নম্বর লেখার সময় বৃত্ত বা গোলগুলো যেন নিখুঁতভাবে পূরণ করা হয়।
২. কালি যেন বাইরে না যায়: কালো বা নীল স্বচ্ছ পেন ব্যবহার করে বৃত্ত ভরুন। কালি যেন বৃত্তের বাইরে না ছড়িয়ে যায়।
৩. স্বাক্ষর: ওএমআর শিটের নিচে এবং অ্যাটেনডেন্স শিটে সঠিকভাবে স্বাক্ষর করুন।
৪. নেগেটিভ মার্কিং নেই: যেহেতু পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং নেই, তাই ৬০টি প্রশ্নের সবকটির উত্তর দিন। আন্দাজে হলেও উত্তরপত্র ফাঁকা রাখবেন না।
পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষা শুরু: দুপুর ১২টা থেকে।
পরীক্ষার সময়: মোট দেড় ঘণ্টা, অর্থাৎ দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ কেন্দ্র ছাড়তে পারবেন না।
নিষিদ্ধ সরঞ্জাম: ক্যালকুলেটর বা কোনও ধরনের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
জলের বোতল: স্টিকার লাগানো জলের বোতল আনা নিষিদ্ধ।
উল্লেখ্য, ৭ই সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন প্রার্থী বসছেন। ১৪ই সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে, যেখানে ২ লক্ষ ৪৬ হাজার প্রার্থী অংশ নেবেন।