SSC-র নবম-দশমের নিয়োগ পরীক্ষা আজ, ‘দাগি’-দের আটকানোই বড় চ্যালেঞ্জ?

দীর্ঘ ১০৬ মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের পর সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর নতুন করে এই পরীক্ষা একপ্রকার কমিশনের কাছে অগ্নিপরীক্ষা।
তবে পরীক্ষার ২৪ ঘণ্টা আগেও কমিশনের পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব হয়নি যে, এই পরীক্ষায় একজনও ‘অযোগ্য’ প্রার্থী বসবেন না।
তটস্থ কমিশন ও রাজ্য প্রশাসন
এই নিয়ে প্রশ্নের উত্তরে শনিবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, ‘দাগী’ পরীক্ষার্থীদের বিষয়ে ১৪ সেপ্টেম্বরের পরীক্ষার পর বিস্তারিত আলোচনা করা হবে। তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পরীক্ষার্থীরা আসবেন ও পরীক্ষায় বসবেন।’
রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানান, পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রশাসনকে সজাগ থাকতে হবে এবং এসএসসির গাইডলাইন মেনে চলতে হবে। এইবার মোট ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।
পরীক্ষার গুরুত্বপূর্ণ নিয়মাবলী
- রিপোর্টিং টাইম: সকাল ১০টা।
- প্রশ্নপত্র বিতরণ: ১১:৪৫ মিনিট থেকে, তবে তখন শুধুমাত্র নাম লেখা যাবে।
- পরীক্ষা শুরু: ঠিক ১২টায়। এর পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
- নিরাপত্তা: প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই থাকছে মেটাল ডিটেক্টর। প্রত্যেক পরীক্ষার্থীর দেহ তল্লাশি করা হবে।
- প্রয়োজনীয় নথি: এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড এবং নিজের সই করা পরিচয়পত্র (যেমন, আধার, ভোটার বা প্যান কার্ড)।
- নিষিদ্ধ সামগ্রী: মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- অনুমোদিত সামগ্রী: শুধুমাত্র স্বচ্ছ জলের বোতল এবং স্বচ্ছ পেন নিয়ে প্রবেশ করা যাবে।
- বিশেষ সুবিধা: বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন।
- ওএমআর শিট: পরীক্ষার্থীরা ওএমআর শিটের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন। পরীক্ষার কিছুদিন পর কমিশনের ওয়েবসাইটে ‘আনসার কি’ প্রকাশ করা হবে, যা দিয়ে পরীক্ষার্থীরা নিজেদের উত্তর মিলিয়ে নিতে পারবেন।