“মহাকাশে আছি, অক্সিজেন কিনতে হবে”—বলে মহিলার থেকে ৯ লক্ষ টাকা হাতিয়ে নিলো প্রতারক

এক অবিশ্বাস্য প্রতারণার শিকার হলেন জাপানের ৮০ বছর বয়সী এক নারী। এক ব্যক্তি নিজেকে মহাকাশচারী পরিচয় দিয়ে তার কাছ থেকে প্রায় ৯ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সিবিএস নিউজের এক প্রতিবেদন থেকে এই চাঞ্চল্যকর খবর জানা গেছে।

ঘটনার সূত্রপাত গত জুলাই মাসে। জাপানের উত্তরাঞ্চলের ওই বৃদ্ধা একাকী জীবনযাপন করতেন। একাকীত্ব দূর করার জন্য তিনি অনলাইনে একজনের সঙ্গে পরিচিত হন। কিছুদিন কথা বলার পর ওই ব্যক্তি নিজেকে একজন মহাকাশচারী হিসেবে পরিচয় দেন এবং জানান যে তিনি বর্তমানে একটি মহাকাশ অভিযানে আছেন।

এরপর নাটকীয়ভাবে তিনি বলেন যে মহাকাশে হামলার শিকার হয়েছেন এবং এই বিপদ থেকে বাঁচতে তাঁর জরুরি ভিত্তিতে অক্সিজেন কেনার জন্য টাকার প্রয়োজন। সরল বিশ্বাসে ওই বৃদ্ধা তাঁর কাছে প্রায় ৯ লক্ষ টাকা পাঠিয়ে দেন।

টাকা পাওয়ার পরপরই প্রতারক ওই নারীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। প্রতারণার শিকার হওয়ার পর তিনি স্থানীয় পুলিশকে ঘটনাটি জানান।

পুলিশের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, যদি সামাজিক মাধ্যমে কেউ আপনার সঙ্গে পরিচিত হয়ে নগদ অর্থ চায়, তাহলে দ্রুত পুলিশকে খবর দিন। জাপানের বয়স্ক মানুষরা একাকীত্বে ভোগেন, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারকরা তাদের নিশানা করে।

এই ঘটনা আবারও প্রমাণ করল যে, অনলাইনে অপরিচিত কাউকে বিশ্বাস করার আগে কতটা সতর্ক থাকা উচিত।