ভুয়ো বোমা হামলায় কাঁপল মুম্বাই! প্রতিশোধ নিতে ১ কোটি মানুষকে হত্যার হুমকি এক জ্যোতিষীর

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক জ্যোতিষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশ্বীনি কুমার শর্মা নামের ওই জ্যোতিষী প্রতিশোধ নেওয়ার জন্য এক নিরীহ ব্যক্তিকে ফাঁসানোর উদ্দেশ্যে এই কাজ করেছেন বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার। মুম্বাই ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি মেসেজ আসে, যেখানে দাবি করা হয়, ৩৪টি গাড়িতে ‘মানব বোমা’ স্থাপন করা হয়েছে। মেসেজে আরও বলা হয়, পাকিস্তান থেকে ১৪ জন সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে এবং ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করে পুরো মুম্বাই শহরকে কাঁপিয়ে দেওয়া হবে। এতে ১ কোটি মানুষ মারা যাবে। এই মেসেজ পাঠানো হয় ‘লস্কর-ই-জিহাদি’ নামের একটি সংগঠনের নামে।
আতঙ্ক ও নিরাপত্তা ব্যবস্থা
এই মেসেজ পাওয়ার পর মুম্বাই পুলিশ এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয় এবং পুরো শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে। এর ফলে জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ তদন্ত শুরু করে এবং যে মোবাইল ও সিম থেকে মেসেজটি পাঠানো হয়েছিল, সেটি উদ্ধার করে। সেই সূত্র ধরে বিহারে জন্ম নেওয়া এবং নয়ডায় বসবাসকারী ওই জ্যোতিষী আশ্বীনিকে খুঁজে বের করা হয়।
কেন এমন কাজ?
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশ্বীনি জানান, তিনি পেশায় একজন জ্যোতিষী। তার এক পরিচিতের কারণে তিনি জেল খেটেছিলেন, আর সেই প্রতিশোধ নিতেই তিনি এই ভুয়া হুমকি দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল ওই পরিচিত ব্যক্তিকে এই অভিযোগে ফাঁসানো। সিম কার্ড দিয়ে তাকে সহায়তা করার অভিযোগে পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনা আবারও প্রমাণ করল, প্রযুক্তি ব্যবহার করে কীভাবে গুজব ও ভুয়া খবর ছড়িয়ে সমাজে আতঙ্ক সৃষ্টি করা যায়।