“এ রাজ্যে কাজ থাকলে…’, রাজস্থানে বিল্ডিং ধসে মৃত্যু মেয়ে-বাবার, শোকস্তব্ধ পরিবার

পরিবারে খুশির বদলে নেমে এল ঘোর অন্ধকার। পূর্ব বর্ধমানের পরিযায়ী শ্রমিক প্রভাত বাগদি (৩১) এবং তাঁর ৫ বছরের মেয়ে পিউ বাগদির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। রাজস্থানের জয়পুরে একটি পুরোনো আবাসন ভেঙে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রভাতের স্ত্রী সুমিত্রা বাগদি।
জানা গেছে, প্রায় ১০ বছর ধরে রাজস্থানের জয়পুরে গয়না তৈরির কাজ করতেন প্রভাত। সেখানেই সুভাষ চক এলাকায় স্ত্রী ও মেয়েকে নিয়ে একটি পুরোনো আবাসনে ভাড়া থাকতেন তাঁরা। শুক্রবার গভীর রাতে আচমকা আবাসনের একটি অংশ ধসে পড়ে। এই দুর্ঘটনায় প্রভাত ও তাঁর মেয়ে পিউ চাপা পড়ে মারা যান। স্থানীয় পুলিশের মতে, দুর্ঘটনার সময় ওই আবাসনে ১৯ জন ভাড়াটে ছিলেন এবং তাদের মধ্যে ৭ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকালে প্রভাতের বাড়িতে মৃত্যুর খবর পৌঁছালে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। প্রভাতের মা কান্নায় ভেঙে পড়ে বলেন, “এখানে কাজ থাকলে ছেলেকে বাইরে যেতে হত না।”
রাজনৈতিক চাপানউতোর
ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাদানুবাদ। এই ঘটনায় পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় প্রভাতের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ বন্ধ রাখায় অনেককেই বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে।”
অন্যদিকে, বিজেপির অভিযোগ, রাজ্য সরকার কর্মসংস্থান তৈরি করতে না পারায় প্রচুর মানুষ ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন। এই দুঃখজনক ঘটনা যেন আবারও রাজ্যের কর্মসংস্থান নিয়ে রাজনৈতিক বিতর্ককে উসকে দিল।