“প্রশ্নপত্র বিক্রি হচ্ছে ৫০ হাজারে?”-শুভেন্দুর দাবির জবাব দিলেন SSC চেয়ারম্যান

রবিবার, বহু বিতর্ক ও অপেক্ষার পর রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (SSC) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। তার আগে, প্রশ্নফাঁস নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সেই দাবি উড়িয়ে দিয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্ট জানিয়েছেন, কমিশনের প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত। তিনি বলেন, যদি কেউ প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করেন, তাহলে ৩০ মিনিটের মধ্যেই তাকে ধরে ফেলা সম্ভব হবে।

শনিবার এক সাংবাদিক বৈঠকে সিদ্ধার্থ মজুমদার জানান, প্রতিটি প্রশ্নপত্রে একাধিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এর ফলে যদি কোনো পরীক্ষার্থী বেআইনিভাবে কোনো কাজ করতে চেষ্টা করে, কমিশন তা দ্রুত শনাক্ত করতে পারবে। তিনি আরও বলেন, “প্রশ্নপত্রের মধ্যে এমন সুরক্ষা ব্যবস্থা আছে যে কেউ যদি তার ছবি তুলে বা অন্য কোনোভাবে ফাঁস করার চেষ্টা করে, আমরা সঙ্গে সঙ্গে ধরে ফেলব।”

পরীক্ষার্থীদের জন্য কড়া নির্দেশিকা:

  • পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে।
  • শুধুমাত্র অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং স্বচ্ছ জলের বোতল সঙ্গে নিয়ে প্রবেশ করা যাবে।
  • স্বচ্ছ পেন না থাকলে, কমিশন থেকেই সরবরাহ করা হবে।
  • ওএমআর শিটের ১ থেকে ৫ নম্বর পর্যন্ত ঘরগুলি সঠিকভাবে পূরণ করা আবশ্যিক, অন্যথায় উত্তরপত্র বাতিল হবে।
  • সকাল ১১:৪৫ মিনিটে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে, যা দেখে তাদের রোল নম্বর ও অন্যান্য তথ্য পূরণ করতে হবে।
  • দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে এবং দেড় ঘণ্টা ধরে চলবে। বিশেষভাবে সক্ষমদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে।

এবারের পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে রাজ্য জুড়ে ৬৩৬টি কেন্দ্রে সমস্ত ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।