শিলিগুড়িতে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী নামী স্কুলের ছাত্রী, উদ্ধার ‘সুইসাইড নোট’

পড়াশোনার চাপ! নাকি অন্য কিছু? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শিলিগুড়ির কদমতলায়। স্থানীয় বহুতল আবাসনের অষ্টম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে নবম শ্রেণির এক ছাত্রী। মৃতার নাম সরলা ঠকচন, বয়স মাত্র ১৪ বছর। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পড়াশোনার চাপ বা পরীক্ষার ফল নিয়ে মানসিক অবসাদ থেকেই সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে অনুমান করা হচ্ছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আজ সকালে সরলা স্কুলে না গিয়ে স্কুল ড্রেস পরা অবস্থাতেই কদমতলা বিএসএফ ক্যাম্পের কাছে একটি বহুতল আবাসনে পৌঁছায়। আবাসনের সিসিটিভি ফুটেজেও তাকে একাই প্রবেশ করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এরপর সে বহুতলের ছাদে উঠে সেখান থেকে ঝাঁপ দেয়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনাস্থল থেকে চারটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। একটি নোটে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি সকলের প্রত্যাশা পূরণ করতে পারলাম না।” মৃতার বন্ধুরা ও শিক্ষকরা জানান, সরলা খুবই শান্ত ও ভদ্র স্বভাবের ছিল। কেউ কল্পনাও করতে পারেনি যে সে এমন কিছু করতে পারে।
বর্তমানে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে মাটিগাড়া থানার পুলিশ। একই সাথে, প্রশাসন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই ঘটনার কারণ খতিয়ে দেখছে।