“SSC পরীক্ষার হলে কী কী নিয়ে যাবেন, আর কী নেবেন না?”-নিয়ম জানালো কমিশন

বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ, রবিবার, ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত এই পরীক্ষা চলবে। পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং নকল রুখতে কমিশন নতুন নিয়ম জারি করেছে।

পরীক্ষাকেন্দ্রে যা নিষিদ্ধ

পরীক্ষার্থীদের কোনো ধরনের হাতঘড়ি, স্মার্টওয়াচ, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও, গণনার জন্য লগ টেবিলও আনা যাবে না। এই নিয়ম অমান্য করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষায় যা সঙ্গে রাখতে পারবেন

পরীক্ষার্থীরা সঙ্গে রাখতে পারবেন:

অ্যাডমিট কার্ড

আসল পরিচয়পত্র (আধার, ভোটার বা প্যান কার্ড)

একটি স্বচ্ছ ফোল্ডার

স্বচ্ছ জলের বোতল

স্বচ্ছ পেন (নীল বা কালো)

গুরুত্বপূর্ণ তথ্য

পরীক্ষার তারিখ: নবম–দশম শ্রেণির পরীক্ষা ৭ সেপ্টেম্বর, একাদশ–দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৪ সেপ্টেম্বর।

পরীক্ষার সময়: দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত। বিশেষভাবে সক্ষম প্রার্থীরা ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন।

রিপোর্টিং সময়: সকাল ১০টা থেকে ১১টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। গেট বন্ধ হয়ে যাবে ১১টা ৪৫ মিনিটে।

পরীক্ষার্থীদের সতর্ক করে কমিশন জানিয়েছে, সব নিয়ম কঠোরভাবে মানা হবে। ওএমআর শিটে ছবি আঁকা বা কোনো মন্তব্য করা যাবে না। মোট ৩৫,৭২৬টি শূন্যপদের জন্য রাজ্যজুড়ে ৬৩৬টি কেন্দ্রে প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার আবেদনকারী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।