পেলেন শর্তসাপেক্ষে জামিন, নিয়োগ মামলায় ইডির কোর্টে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতারি এড়াতে ইডি-র বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শনিবার ব্যাঙ্কশাল কোর্টে আগাম জামিনের আবেদন করলে আদালত তাকে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে।
কেন গ্রেফতার হতে পারতেন মন্ত্রী?
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি আধিকারিকরা সম্প্রতি মন্ত্রীর গ্রেফতারের আবেদন জানিয়েছিলেন। হুগলির বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে জেরা করে তদন্তকারীরা এই মামলায় চন্দ্রনাথ সিনহার যোগসূত্রের সন্ধান পান। গত বছর মার্চ মাসে মন্ত্রীর বোলপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি। এরপরই ইডি-র বিশেষ আদালত ১২ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। শনিবার, নির্ধারিত সময়ের আগেই তিনি আত্মসমর্পণ করেন।
আদালতের শর্ত
আদালত মন্ত্রীকে আগাম জামিন দিলেও কিছু শর্ত আরোপ করেছে। মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত চন্দ্রনাথ সিনহা তার বিধানসভা এলাকা ছেড়ে বাইরে যেতে পারবেন না। এছাড়াও, ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, সেই শুনানির আগে তিনি কলকাতা এবং নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে কোথাও যেতে পারবেন না।