SSC-পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, ‘প্রশ্নপত্রের ছবি তুললেই জেনে যাবে কমিশন’, পরীক্ষার্থীদের জন্য জরুরী নির্দেশিকা!

আট বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। আগামীকাল, রবিবার, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে শনিবার এক সাংবাদিক বৈঠকে বিস্তারিত তথ্য জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
মোট পরীক্ষার্থী: এই পরীক্ষায় মোট ৫ লক্ষ ৬৫ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

৭ সেপ্টেম্বরের পরীক্ষা: আগামীকাল ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।

১৪ সেপ্টেম্বরের পরীক্ষা: আগামী ১৪ তারিখে বাকি ২ লক্ষ ৪৬ হাজার প্রার্থী ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা:
প্রবেশ: পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে পরীক্ষার্থীদের প্রাথমিক তল্লাশি করা হবে। অ্যাডমিট কার্ডে থাকা স্ক্যানারের মাধ্যমে এটি আসল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা, তা যাচাই করা হবে।

জরুরি নথি: অ্যাডমিট কার্ডে কোনো অস্পষ্টতা (যেমন ছবি বা সই) থাকলে পরীক্ষার্থীকে অবশ্যই একটি আসল সচিত্র আইডি কার্ডের (আধার বা ভোটার কার্ড) সেল্ফ-অ্যাটেস্টেড জেরক্স সঙ্গে রাখতে হবে।

প্রশ্নপত্রের নিরাপত্তা: প্রশ্নপত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকছে। যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করেন, তাহলে সেই তথ্য সহজেই ধরা পড়বে। প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র এবং ওএমআর (OMR) শিটে আলাদা আলাদা নিরাপত্তা ফিচার থাকবে।

মোবাইল ফোন: পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। সব মোবাইল ভেন্যু ইনচার্জের কাছে জমা রাখতে হবে।

সময়সীমা: দুপুর ১২টার পর কোনো পরীক্ষার্থীকে আর পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না।

ওএমআর শিট: ওএমআর শিটের ১ থেকে ৫ নম্বর পর্যন্ত অংশ অবশ্যই পূরণ করতে হবে। এই অংশটি পূরণ না করলে ওএমআর শিট বাতিল বলে গণ্য হবে।

কন্ট্রোল রুম: সকাল ৮টা থেকে এসএসসি-র কন্ট্রোল রুম চালু থাকবে।

চেয়ারম্যান নিশ্চিত করেছেন যে, নিরাপত্তার কারণে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখা হবে না।