১১টা নয় ১০টায় উপস্থিত বাধ্যতামূলক.., পেন নিয়েও কড়া কমিশন! এসব নিয়ম পরীক্ষার্থীদের জেনে রাখা জরুরি

দীর্ঘ আট বছর পর স্কুল সার্ভিস কমিশন (SSC) শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চলেছে। আগামীকাল, রবিবার, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে শনিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছেন।
কী কী নির্দেশিকা জারি হয়েছে?
সময়: পরীক্ষার্থীদের জন্য সকাল ১০টায় পরীক্ষাকেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক। অ্যাডমিট কার্ডে ১১টা লেখা থাকলেও, নিরাপত্তার কারণে সময় পরিবর্তন করা হয়েছে।
পরীক্ষার্থীর সংখ্যা: রবিবার ৩,১৯,৯১৯ জন পরীক্ষার্থী ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। আগামী ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য ৪৭৮টি কেন্দ্র থাকছে।
পেন: পরীক্ষার্থীরা শুধুমাত্র একটি স্বচ্ছ পেন নিয়ে যেতে পারবেন। তবে, এসএসসি প্রতিটি পরীক্ষার্থীর জন্য পেনের ব্যবস্থা রেখেছে।
প্রবেশের নিয়ম: শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং নিজের আসল ফটো আইডি (আধার কার্ড বা ভোটার কার্ড) নিয়ে প্রবেশ করা যাবে। অ্যাডমিট কার্ডে কোড স্ক্যান করার ব্যবস্থা থাকছে, যা নকল অ্যাডমিট কার্ড শনাক্ত করবে।
প্রশ্নপত্রের নিরাপত্তা: প্রশ্নপত্রে একাধিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যাতে কোনোভাবে প্রশ্নফাঁসের চেষ্টা হলে সহজেই ধরা যায়।
পরীক্ষা শুরু: পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায়। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে ১১:৪৫ মিনিট থেকে।
OMR শিট: OMR শিটে ১ থেকে ৫ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করতে হবে। তা না করলে OMR শিট বাতিল বলে গণ্য হবে।
নিষিদ্ধ সামগ্রী: কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল ফোন পরীক্ষার ঘরে নেওয়া যাবে না। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে।
জরুরি নম্বর: এসএসসি কন্ট্রোল রুমের নম্বর ওয়েবসাইটে দেওয়া হবে এবং আগামীকাল সকাল ৮টা থেকে তা কার্যকর হবে।
জরুরি ঘোষণা: ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকছে না। পরীক্ষার শেষ সময় পর্যন্ত কোনো পরীক্ষার্থী কেন্দ্র থেকে বের হতে পারবে না।
চেয়ারম্যানের মতে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রকেই ‘স্পর্শকাতর’ হিসেবে ধরা হয়েছে।