গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ পাহাড়ের ওপর থেকে নেমে এল ধস..! ভয়াবহ ঘটনার কবলে বাঙালি শ্রমিক

ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কাটাপাহাড়ী খোলামুখ কোল মাইনসে পাহাড় ধসে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন বীরভূমের খয়রাশোল ব্লকের নবসন গ্রামের বাসিন্দা গয়াসুর দাস (৫০)। গত প্রায় ১০-১২ বছর ধরে পেশাগত কারণে তিনি AMPL খোলামুখ মাইনসে কাজ করছিলেন।
গত ৫ সেপ্টেম্বর বিকেলে গয়াসুর দাসসহ পাঁচজন কর্মী ও আধিকারিক একটি চারচাকা গাড়িতে করে মাইনসের ওপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎই পাহাড়ের ওপর থেকে একটি বিশাল পাথরের ধস নামে। পাথরের ধাক্কায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় এবং মাইনসের গভীর জলে তলিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধানবাদ জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ এবং এনডিআরএফ (NDRF) দল। রাতভর উদ্ধারকাজ চালানো হয়েছে এবং ইতিমধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত গয়াসুর দাসের সন্ধান পাওয়া যায়নি।
এই দুঃখজনক ঘটনায় নবসন গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন জানিয়েছে, বাকি নিখোঁজদের উদ্ধারের জন্য উদ্ধার অভিযান এখনো চলছে।