লাগাতার বৃষ্টিতে ধস! মাটির বাড়ি ভেঙে আহত ২, রাতবিরাতে হাসপাতালে ছুটলেন চেয়ারম্যান

লাগাতার হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে মেদিনীপুর পৌরসভা এলাকায় একটি মাটির বাড়ি ধসে পড়ায় গুরুতর আহত হয়েছেন দুই আদিবাসী মহিলা। তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কয়েকদিন ধরে চলা বৃষ্টির কারণে মেদিনীপুর শহরের বেশ কিছু মাটির বাড়ি দুর্বল হয়ে পড়েছিল। শুক্রবার রাতে মেদিনীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেনেপুকুর এলাকায় হঠাৎ করেই একটি মাটির বাড়ি ভেঙে পড়ে। সেই সময় বাড়িতে থাকা দুই মহিলা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় কাউন্সিলরের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে রাতেই পুরপ্রধান সৌমেন খান হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন। তিনি জানান, ওই এলাকার ঝুঁকিপূর্ণ মাটির বাড়িগুলো দ্রুত ভেঙে বসবাসের উপযোগী নতুন বাড়ি তৈরি করে দেওয়া হবে। আহতদের পাশে পৌরসভা সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, ১৫ দিন আগেই এই এলাকার ঝুঁকিপূর্ণ মাটির বাড়ি নিয়ে একটি সংবাদ সংস্থা পৌরসভাকে সতর্ক করেছিল। তারপরেও এই ধরনের দুর্ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।