ভোল বদল লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের! বাচ্চাদের স্কুলমুখি করতে স্মার্ট ক্লাসরুম উপহার

রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের লস্করপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবার আধুনিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে। পুরনো এই স্কুলটিকে উন্নত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন পৌরপিতা সুশান্ত দাস। তার প্রচেষ্টায় বিদ্যালয়ে এসেছে এক আমূল পরিবর্তন, যার প্রধান আকর্ষণ হলো অত্যাধুনিক প্রযুক্তিতে গড়া স্মার্ট ক্লাসরুম।
কী কী পরিবর্তন এসেছে?
স্মার্ট ক্লাসরুম: এই ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা আরও আকর্ষণীয় এবং সহজবোধ্য হবে।
ডিজিটাল অ্যাটেনডেন্স: এবার থেকে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমে ছাত্র-ছাত্রীর উপস্থিতি রেকর্ড হবে, যা সরাসরি অভিভাবকের মোবাইলে পৌঁছে যাবে। এর ফলে সন্তানের স্কুলে পৌঁছানো নিয়ে বাবা-মায়ের চিন্তা দূর হবে।
অন্যান্য উন্নয়ন: স্কুলের পুরনো ভবন সংস্কার করা হয়েছে, নতুন শেড তৈরি করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
শিক্ষক দিবসে এই নতুন অধ্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম, অভিনেত্রী সুভদ্রা মুখার্জি এবং আরও অনেকে। এই পদক্ষেপকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা সাদরে গ্রহণ করেছেন এবং এর প্রশংসা করেছেন।
উচ্চ প্রাথমিকে জট কাটল
অন্যদিকে, প্রাথমিক নিয়োগের ক্ষেত্রেও একটি বড় খবর এসেছে। কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিকে ১২৪১ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করার নির্দেশ দিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ১৪,০৫২টি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু আটটি কাউন্সেলিংয়ের পরেও ১২৪১ জন চাকরিপ্রার্থী নিয়োগ পাননি। এবার হাইকোর্টের নতুন নির্দেশে এই নিয়োগের জট কাটতে চলেছে বলে আশা করা হচ্ছে।