আর মাত্র কয়েকঘণ্টা! তারপরেই শুরু SSC-র শিক্ষক নিয়োগ পরীক্ষা, শেষ মুহূর্তের নির্দেশিকা জেনেনিন

দীর্ঘ অপেক্ষার পর, রবিবার, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। রাজ্যের প্রায় ৫ লক্ষ ৬০ হাজার চাকরিপ্রার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন (SSC) কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে, যা প্রতিটি পরীক্ষার্থীর জেনে রাখা উচিত।
অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্র: শুধুমাত্র অ্যাডমিট কার্ড নয়, এর সঙ্গে আপনার আসল সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড বা ভোটার কার্ড) নিয়ে যেতে হবে। পাশাপাশি, সেই পরিচয়পত্রের একটি সেল্ফ অ্যাটেস্টেড জেরক্সও সঙ্গে রাখা বাধ্যতামূলক।
পেন: OMR শিট ভরার জন্য কালো অথবা নীল রঙের স্বচ্ছ বলপেন ব্যবহার করতে হবে। তবে, যদি কেউ পেন নিয়ে যেতে ভুলে যান, তাহলে চিন্তার কিছু নেই, কারণ এসএসসি পরীক্ষাকেন্দ্রেও পেনের ব্যবস্থা রেখেছে।
সময়: পরীক্ষা শুরু দুপুর ১২টায়। তবে এসএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই ২ ঘণ্টা আগে, অর্থাৎ সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে।
নিষিদ্ধ সামগ্রী: পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম (ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, মোবাইল ফোন) নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন থাকলে তা ভেন্যু ইনচার্জের কাছে জমা রাখতে হবে। জলের বোতলে কোনো স্টিকার থাকলে সেটিও প্রবেশ করানো যাবে না।
পরীক্ষা শেষ হবে দুপুর ১:৩০টায় এবং এর আগে কোনো পরীক্ষার্থী কেন্দ্র থেকে বের হতে পারবেন না। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হবে। OMR শিট এবং অ্যাটেন্ডেন্স শিটে সঠিকভাবে স্বাক্ষর করতে হবে।