অবশেষে হচ্ছে SSC পরীক্ষা! OMR শিট নিয়ে কড়া ব্যবস্থা, অ্যাডমিট কার্ডে সমস্যা থাকলে কী করবেন জেনেনিন?

দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশন (SSC) অবশেষে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চলেছে। আগামী ৭ সেপ্টেম্বর (রবিবার) নবম ও দশম শ্রেণির এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে এবারের এই পরীক্ষা অনেক বেশি কড়াকড়ি নিয়মের মধ্যে দিয়ে পরিচালিত হবে।
কী কী নতুন নিয়ম থাকছে?
পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এসএসসি এবার বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে।
OMR-এর কার্বন কপি: এবার থেকে পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষা দেওয়ার পর তাদের OMR শিটের একটি কার্বন কপি সঙ্গে নিয়ে যেতে পারবেন।
OMR-এর ব্যবহার: OMR শিটে উত্তর লেখার পাশাপাশি অন্য কোনো মন্তব্য লেখা বা ছবি আঁকা হলে সেই পরীক্ষা বাতিল হয়ে যাবে।
অ্যাডমিট কার্ড ও আধার কার্ড: যদি কোনো পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড নিয়ে কোনো সমস্যা হয়, তবে তার সঙ্গে অবশ্যই আধার কার্ড রাখতে হবে।
ইলেকট্রনিক্স গ্যাজেট নিষিদ্ধ: কোনো ধরনের স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না।
কঠোর নিরাপত্তা: প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ঘরে থাকবে ওয়াল ক্লক এবং সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের কর্মকর্তারা পরীক্ষার কেন্দ্রগুলোতে নজরদারি চালাবেন।
ইতিমধ্যেই প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যা নিয়ে পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে। এসবের মধ্যেই, সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।