টার্গেট ১ কোটি, মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি দিল কে? ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত

মুম্বইয়ে সিরিজ বিস্ফোরণের ভুয়ো হুমকি দেওয়ার অভিযোগে একজনকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বৃহস্পতিবার মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকি বার্তাটি পাঠানো হয়েছিল। আজ গণপতি বিসর্জন ও নবী দিবস উপলক্ষে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২:৫৭ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠায়। সেই বার্তায় বলা হয়, লস্কর-ই-জিহাদি নামে একটি সংগঠন ৪০০ কেজি আরডিএক্স এবং ৩৪ জন মানববোমা ব্যবহার করে মুম্বইয়ে সিরিজ বিস্ফোরণ ঘটাবে। তাদের লক্ষ্য ১ কোটি মানুষকে হত্যা করে শহরটিকে ধ্বংস করে দেওয়া।
এই হুমকি পাওয়ার পরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং হুমকিদাতার পরিচয় জানতে পারে। অভিযুক্ত অশ্বিনী কুমার সুপ্রা (৫০) নামে এক ব্যক্তিকে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের কাছ থেকে হুমকি দিতে ব্যবহৃত মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিম কার্ড জোগানোর অভিযোগে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।
মুম্বই পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, এটি একটি ভুয়ো হুমকি ছিল। তবে গণপতি বিসর্জন ও নবী দিবসের কারণে কোনো ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। পুলিশ শহরবাসীকে কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেছে। একইসঙ্গে, পুলিশ জানিয়েছে যে উৎসবের জন্য শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।