লোন পেতে আর চিন্তা নেই, চাপ কমবে অনেকটাই! আর লাগবে না সিবিল স্কোর, মুখে হাসি মধ্যবিত্তের

গাড়ি, বাইক বা বাড়ির লোনের জন্য আর সিবিল স্কোর নিয়ে চিন্তা করতে হবে না! সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছে, যা লোনের আবেদনকারীদের জন্য এক বড় স্বস্তি। এতদিন পর্যন্ত সিবিল স্কোর কম হলে ব্যাঙ্কগুলো ঋণ দিতে চাইত না, কিন্তু এবার সেই নিয়মে বড় পরিবর্তন আসছে।
সিবিল (CIBIL) স্কোর, যার আসল নাম ক্রেডিট ইনফরমেশন রিপোর্ট (CIR), একটি আর্থিক মাপকাঠি যা আপনার লোন পরিশোধের ইতিহাস দেখায়। এর স্কোর সাধারণত ৩০০ থেকে ৯০০-এর মধ্যে থাকে। স্কোর যত বেশি, ঋণ পাওয়ার সম্ভাবনা তত বেশি। এতদিন পর্যন্ত ৬০০-এর নিচে স্কোর থাকলে ব্যাঙ্কগুলো সাধারণত ঋণ দিতে আগ্রহ দেখাতো না।
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় জানান যে, যদি কোনো ব্যক্তির সিবিল স্কোর খারাপ হয়, তাহলেও ব্যাঙ্ক তাকে ঋণ দিতে অস্বীকার করতে পারবে না। তিনি বলেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর নিয়মে কোথাও বলা নেই যে লোন পেতে একটি নির্দিষ্ট সিবিল স্কোর থাকতেই হবে। এর অর্থ, যদি কেউ প্রথমবার ঋণের জন্য আবেদন করেন, তবে তার সিবিল স্কোর কম থাকলেও ব্যাঙ্ক তাকে লোন দিতে বাধ্য থাকবে।
এই পদক্ষেপের ফলে এমন অনেক মানুষ উপকৃত হবেন, যারা আগে সিবিল স্কোরের কারণে লোন পাচ্ছিলেন না। এটি দেশের অর্থনৈতিক ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে চলেছে এবং আরও বেশি মানুষকে আর্থিক পরিষেবা পাওয়ার সুযোগ করে দেবে।