‘মোদীর ওপর রেগে আছি, কিন্তু বন্ধুত্ব অটুট!’ আচমকাই সুর বদলে মনের কথা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা বজায় রাখার বার্তা দিয়েছেন। যদিও বর্তমান সময়ে ভারত কিছু নির্দিষ্ট বিষয়ে যে অবস্থান নিচ্ছে, তা নিয়ে তাঁর অসন্তোষ গোপন করেননি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, ভারত এবং আমেরিকার মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে এবং এই নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
ট্রাম্পের অসন্তোষের প্রধান কারণ দুটি। প্রথমত, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) মিটে মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করেছিলেন। এই তিন রাষ্ট্রনেতার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প লিখেছিলেন, “মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে গভীরতম, অন্ধকারতম চিনের কাছে হারিয়ে ফেলেছি।”
দ্বিতীয়ত, রাশিয়া থেকে ভারতের বিপুল পরিমাণে অপরিশোধিত তেল কেনা নিয়ে ট্রাম্প বিশেষভাবে ক্ষুব্ধ। এই কারণে তিনি ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানোরও হুমকি দিয়েছিলেন।
এই সব বিতর্কের পরেও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কের বরফ গলাতে সাহায্য করছে। তিনি বলেন, “আপনারা জানেন মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। উনি একজন মহান প্রধানমন্ত্রী। আমি সবসময় ওর বন্ধু থাকব।” তিনি আরও বলেন, কয়েক মাস আগেই মোদী ওয়াশিংটনে এসেছিলেন এবং তারা রোজ গার্ডেনে একসঙ্গে একটি সাংবাদিক বৈঠকও করেছিলেন। এই বন্ধুত্বপূর্ণ বার্তা সত্ত্বেও ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, বর্তমানে ভারত যা করছে তা তাঁর পছন্দ নয়। তবে তাঁর মতে, দুই দেশের বিশেষ সম্পর্কের কারণে কোনো বড় সমস্যা হবে না।