অবশেষে সেই দিন! দীর্ঘ আট বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা নিচ্ছে SSC, স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপ

দীর্ঘ আট বছরের প্রতীক্ষার পর অবশেষে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। প্রায় ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই নিয়োগ পরীক্ষা দু’টি ধাপে হবে—আজ, ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং আগামী ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে।

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পর থেকেই এই পরীক্ষার প্রয়োজন দেখা দেয়। আদালতের নির্দেশ মেনেই এসএসসি এই নতুন নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করছে। অযোগ্য প্রার্থীদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, এই তালিকায় থাকা কোনো প্রার্থী নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।

পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে এসএসসি কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এবার থেকে পরীক্ষার্থীরা ওএমআর (OMR) শিটের কার্বন কপি পাবেন। ওএমআর শিট এবং তার স্ক্যান করা কপি যথাক্রমে ২ বছর এবং ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে।

এদিকে, পরীক্ষার আগেই প্রশ্নফাঁসের অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এসসিএস এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে এবং জানিয়েছে যে প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত আছে।

এই বিতর্কের মধ্যেই, প্রশ্নফাঁসের মিথ্যা অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে অরিন্দম পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা দাবি করে পোস্টে লিখেছিলেন, তাকে পরীক্ষার আগেই প্রশ্নপত্র দেওয়ার জন্য ১৪ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশি তদন্তে জানা যায়, ওই ব্যক্তির বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় এবং তিনি বিজেপির সঙ্গে যুক্ত। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই পোস্ট করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

এইসব বিতর্ক সত্ত্বেও, প্রায় ৫ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী এখন রবিবারের পরীক্ষার দিকে তাকিয়ে আছেন।