শিশুমৃত্যুকে ঘিরে শোরগোল নদিয়ায়, গণপিটুনিতে মৃত্যু দুই প্রতিবেশীর, জানুন পুরো ঘটনা!

তৃতীয় শ্রেণির এক ছাত্রকে খুন করার অভিযোগে গণপিটুনিতে মৃত্যু হলো দুই প্রতিবেশীর। শনিবার সকালে নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (শুক্রবার) বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় তৃতীয় শ্রেণির ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। শনিবার সকালে বাড়ির কাছেই একটি পুকুর থেকে তার ত্রিপলে মোড়া দেহ উদ্ধার হয়। দেহটি দেখে স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশী উৎপল মণ্ডল (সংবাদমাধ্যমে উত্তম মণ্ডল হিসেবেও উল্লেখ করা হয়েছে) স্বর্ণাভকে খুন করেছেন। এই অভিযোগের পরই ক্ষিপ্ত জনতা উৎপল এবং তার স্ত্রী সোমা মণ্ডলকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তাদের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে তেহট্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, মৃত শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং নাক-চোখ দিয়ে রক্ত ঝরছিল। তাদের আরও দাবি, অভিযুক্ত উৎপল এর আগেও কয়েকজন স্কুলছাত্রকে পাচারের চেষ্টা করেছিলেন। সেসময় তিনি ধরাও পড়েছিলেন। তাই তাদের সন্দেহ, এবারও স্বর্ণাভকে পাচারের ছক ছিল।

পুলিশ জানিয়েছে, শিশুটির দেহ উদ্ধারের পরই উত্তেজিত জনতা অভিযুক্তদের ওপর চড়াও হয়। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার এই ঘটনায় প্রশ্ন উঠেছে। কদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এমন ঘটনা ঘটলো।