‘বাগি ৪’-এ টাইগার শ্রফের সঙ্গে টক্কর, ভিলেন চরিত্রে সঞ্জয় দত্ত! জানালেন অসাধারণ অভিজ্ঞতার কথা

অ্যাকশন তারকা টাইগার শ্রফ তার জনপ্রিয় ‘রনি’ চরিত্র নিয়ে ফিরে এসেছেন ‘বাগি ৪’ ছবিতে। সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনায় এবং এ হর্ষের পরিচালনায় এই ছবিটি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে হিংস্র সিনেমা বলে আগেই ঘোষণা করা হয়েছিল। এই ছবিতে টাইগারকে এক কঠিন মিশনে দেখা যাবে, যেখানে তার প্রতিপক্ষ হিসেবে আছেন বলিউডের ‘মুন্না ভাই’ সঞ্জয় দত্ত।
ছবি মুক্তির ঠিক একদিন আগে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত এই ছবিতে কাজ করার কারণ জানান। তিনি বলেন, ‘বাগি ৪’-এ তার চরিত্রটি খুবই শক্তিশালী এবং নৃশংস হলেও ছবির শেষে দর্শকরা তার প্রতি সহানুভূতিশীল হবেন। তিনি বলেন, “প্রথমবার চিত্রনাট্য শুনে আমার ‘বাস্তব’ ছবির কথা মনে পড়ে গিয়েছিল। এমন অনুভূতি আমার অনেক দিন হয়নি।”
সঞ্জয় দত্ত জানান, এই চরিত্রের জন্য তিনি নিজেকে নতুন করে প্রস্তুত করেছেন। কঠোর শরীরচর্চা এবং প্রশিক্ষণের মাধ্যমে তিনি এই চ্যালেঞ্জিং ভূমিকার জন্য পরিশ্রম করেছেন। টাইগার শ্রফের মতো তরুণ অভিনেতাদের সঙ্গে কাজ করে তার নিজেকেও নতুন করে আবিষ্কারের সুযোগ হয়েছে বলে তিনি জানান।
‘বাগি ৪’ একটি তীব্র ভালোবাসার গল্পের প্রেক্ষাপটে তৈরি হয়েছে, যেখানে নারী চরিত্রে অভিনয় করেছেন সোনম বাজওয়া এবং হারনাজ সান্ধু। টাইগার শ্রফ এবং সঞ্জয় দত্তের টক্কর দেখতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ছবিটি মুক্তি পেয়েছে ৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে।