বিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাকিস্তান? মেয়েদের বিশ্বকাপেও এবার ‘হাইব্রিড মডেল’?

চলতি বছরের মেয়েদের বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হলেও, রাজনৈতিক উত্তেজনার কারণে ভারতের মাটিতে খেলতে আসবে না পাকিস্তান। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। কিন্তু দুই দেশের মধ্যে চলমান সম্পর্কের জেরে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে।

জিও সুপারের একটি প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়েছে যে তারা টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবে না। ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে একটি চুক্তি অনুযায়ী, আগামী তিন বছর তারা একে অপরের দেশে খেলবে না। এর আগে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত তাদের সমস্ত ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে খেলেছিল। সেই একই মডেল এবার মেয়েদের বিশ্বকাপে অনুসরণ করা হচ্ছে।

মেয়েদের বিশ্বকাপে পাকিস্তান দল তাদের সমস্ত ম্যাচ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলবে। এমনকি যদি তারা সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছায়, তাহলেও তাদের ম্যাচগুলি এখানেই অনুষ্ঠিত হবে। পাকিস্তান ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ৫ অক্টোবর ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচও কলম্বোতেই হবে।

ক্যাপ্টেন ফাতিমা সানা-র নেতৃত্বে পাকিস্তান দল এই বিশ্বকাপে অংশ নেবে। দলের সহ-অধিনায়ক থাকবেন মুনিবা আলী। এছাড়া, আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, নাশরা সান্ধু-র মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও দলে রয়েছেন।

ভারত ও পাকিস্তানের এই সমস্যার মূল কারণ দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা এবং সন্ত্রাসবাদ। সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদী হামলার জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে দুই দেশই তাদের ঘরের মাঠে একে অপরের বিরুদ্ধে কোনো ম্যাচ খেলবে না।