পুকুরে শিশুর দেহ উদ্ধারের পর তাণ্ডব নাদিয়ায়, গণপিটুনিতে মৃত্যু ২ প্রতিবেশীর

নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুর গ্রামে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক তৃতীয় শ্রেণির ছাত্রের ত্রিপলে মোড়া দেহ পুকুর থেকে উদ্ধার হওয়ার পর উত্তেজিত জনতা দুই প্রতিবেশীকে পিটিয়ে মেরে ফেলেছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও চাপা আতঙ্ক বিরাজ করছে।

গতকাল বিকেলে বাড়ির কাছে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তৃতীয় শ্রেণির ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। তার পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে, তার ত্রিপলে মোড়া নিথর দেহ বাড়ির কাছের একটি পুকুরে ভাসতে দেখা যায়।

স্বর্ণাভর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা শিশুটিকে খুন করার অভিযোগ তুলে প্রতিবেশী বিশ্বাস পরিবারের বাড়িতে চড়াও হন। উত্তেজিত জনতা সেই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং বিশ্বাস পরিবারের দুই সদস্যকে বেধড়ক মারধর করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও, চিকিৎসারত অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর আসল কারণ এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয়দের দাবি, তাকে খুন করে দেহ লুকানোর চেষ্টা করা হয়েছিল। একদিকে শিশু খুনের অভিযোগ এবং অন্যদিকে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু – এই ঘটনায় নিশ্চিন্তপুর গ্রামে এখন থমথমে পরিবেশ।