বন্ধ হচ্ছে ফেসবুক, ইউটিউব, এক্স! কোথায় সম্পূর্ণ নিষিদ্ধ সমাজমাধ্যম অ্যাপগুলি? জেনেনিন তাহলে

নেপালে এবার বন্ধ হতে চলেছে জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুক, ইউটিউব, এক্স (আগে টুইটার) সহ মোট ২৩টি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। সরকারের সঙ্গে নিবন্ধন সংক্রান্ত নিয়ম না মানার কারণেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
নেপালের যোগাযোগ ও তথ্য সম্প্রচার মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং জানিয়েছেন, বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও এসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিজেদেরকে নেপালে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেনি। এই কারণেই তাদের অবিলম্বে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, টিকটক, ভাইবার এবং আরও তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেপালে কাজ চালিয়ে যেতে পারবে, কারণ তারা সরকারের কাছে নিবন্ধিত। সরকার চাইছে এসব প্ল্যাটফর্মের একটি স্থানীয় যোগাযোগ অফিস বা পয়েন্ট থাকুক, যাতে তাদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে।
সরকার এই প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণে আনতে সংসদে একটি বিল এনেছে। তবে মানবাধিকার গোষ্ঠীগুলো এই বিলের কড়া সমালোচনা করছে। তাদের মতে, এটি মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করার এবং বিরোধী কণ্ঠস্বরকে দমন করার একটি কৌশল। সমালোচকরা বলছেন, এই আইনটি প্রতিবাদকারীদের শাস্তির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে।
তবে কর্মকর্তারা এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া অবাঞ্ছিত কনটেন্ট নিয়ন্ত্রণে আনার জন্য এই আইন জরুরি। ২০২০ সাল থেকে সুপ্রিম কোর্টে অনেক মামলা হয়েছে, যেখানে অনিবন্ধিত প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপন ও কন্টেন্ট প্রচারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এবার সরকারের এই সিদ্ধান্তে নেপালের ডিজিটাল ল্যান্ডস্কেপে বড় পরিবর্তন আসতে চলেছে।