“কুকুর সামলাতে BSF জওয়ান!”-হাইকোর্টে মামলা দায়ের হতেই বিড়ম্বনায় স্বরাষ্ট্র মন্ত্রক

সীমান্ত রক্ষার বদলে বিএসএফ (BSF) অফিসারদের বাড়িতে পোষা কুকুরের দেখভাল করছেন জওয়ানরা— এমনই গুরুতর অভিযোগ উঠেছে আধাসামরিক বাহিনীতে। বাহিনীরই ডিআইজি সঞ্জয় যাদব দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফ-এর কাছে নোটিশ পাঠিয়ে জবাব তলব করেছে। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে।
ডিআইজি সঞ্জয় যাদব তার আবেদনে বলেছেন, আধাসামরিক বাহিনীতে প্রায় ৮৩,০০০ পদ শূন্য থাকা সত্ত্বেও জওয়ানদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। এটি দেশের নিরাপত্তা ও অখণ্ডতার জন্য মারাত্মক হুমকি। তিনি নিজের অভিজ্ঞতা উল্লেখ করে জানান, ১৩১ জন বিএসএফ জওয়ানকে দিয়ে এমন অন্যায় কাজ করানো হচ্ছে। তিনি আদালতকে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করেছেন, যাতে এই ধরনের মানবসম্পদের অপব্যবহার বন্ধ হয়।
এই ঘটনা সামনে আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তারা বেশ অস্বস্তিতে পড়েছেন। হাইকোর্টের নোটিশ তাদের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফ-এর উত্তরের উপর নির্ভর করছে।