মুম্বইয়ে সিরিজ বিস্ফোরণের খবর ভুয়ো! গণপতি উৎসবের মুখে গুজবের মূল হুমকিদাতা গ্রেফতার, কে এই ব্যাক্তি?

গণপতি উৎসবের শেষ ও নবী দিবসের প্রাক্কালে মুম্বইয়ে সিরিজ বিস্ফোরণের গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে নয়ডা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তি মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে ভুয়ো জঙ্গি হামলার বার্তা পাঠিয়েছিল। তার উদ্দেশ্য ছিল ব্যক্তিগত আক্রোশ মেটানো।
গ্রেফতার হওয়া ৫১ বছর বয়সী ওই ব্যক্তির নাম অশ্বিনী কুমার। সে নিজেকে পাটনার পাটলিপুত্রের একজন স্বঘোষিত জ্যোতিষী ও বাস্তুশাস্ত্রবিদ হিসেবে পরিচয় দেয়। গত পাঁচ বছর ধরে সে তার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে নয়ডার ৭৯ নম্বর সেক্টরে বসবাস করছিল। পুলিশ সূত্রে খবর, অশ্বিনী কুমার একজন স্নাতকোত্তর এবং দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিল।
পুলিশের তদন্তে জানা গেছে, অশ্বিনী তার বন্ধু ফিরোজকে জঙ্গি কার্যকলাপের অভিযোগে ফাঁসানোর জন্য এই কাণ্ড ঘটিয়েছে। ফিরোজের অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালে অশ্বিনীর তিন মাসের জেল হয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতেই সে ফিরোজের নামে ভুয়ো জঙ্গি হামলার হুমকি বার্তাটি পাঠায়। অশ্বিনীর কাছ থেকে পুলিশ ৭টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করেছে।
গত শুক্রবার ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে একটি হুমকি বার্তা আসে। তাতে বলা হয়, ‘লস্কর-ই-জিহাদি’ নামে একটি সংগঠন ৩৪ জন আত্মঘাতী জঙ্গি এবং ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক নিয়ে মুম্বই শহরে প্রবেশ করেছে। মুম্বই বিস্ফোরণের ধাঁচে একের পর এক হামলা চালিয়ে শহরকে উড়িয়ে দেওয়া হবে বলে ওই বার্তায় হুমকি দেওয়া হয়। এই বার্তা পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তল্লাশি ও নিরাপত্তা জোরদার করা হয়। শেষ পর্যন্ত তদন্তের পর পুলিশ অশ্বিনী কুমারকে সনাক্ত করে এবং তাকে নয়ডা থেকে গ্রেফতার করে।