বেআইনিভাবে বিজেপি নেতার গ্রেপ্তারি! আইসির ওপর ক্ষেপে ফেটে পড়লেন খগেন, ১৮ ঘণ্টার বেশি ধর্নায় বিজেপি সাংসদরা

একজন দলীয় নেতাকে বেআইনিভাবে গ্রেপ্তারের প্রতিবাদে গত প্রায় ১৭ ঘণ্টা ধরে মালদার চাঁচল থানার সামনে ধর্না অবস্থানে বসেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার অভিযোগ, থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তার সঙ্গে দেখা করতে অস্বীকার করেছেন। সাংসদ জানিয়েছেন, আইসি যতক্ষণ না তার সঙ্গে দেখা করছেন, ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে।
সাংসদ খগেন মুর্মু জানান, শুক্রবার দুপুরে তিনি দলের নেতা ও কর্মীদের নিয়ে থানায় এসেছিলেন এক দলীয় নেতার গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে। কিন্তু বারবার অনুরোধ করা সত্ত্বেও আইসি তার সঙ্গে দেখা করেননি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে থানার সামনে বিক্ষোভ শুরু করেন। গভীর রাতে থানার আলোও নিভিয়ে দেওয়া হয়, কিন্তু আন্দোলন চালিয়ে যান তিনি। শুধু তাই নয়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে হরিশচন্দ্রপুর, রতুয়া, মালতীপুর এবং হবিবপুরসহ বিভিন্ন ব্লক থেকে বিজেপি কর্মীরাও আন্দোলনে যোগ দেন। শনিবার সকালে বিজেপি সদস্য প্রিয়াঙ্কা হালদারও সাংসদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সাংসদ খগেন মুর্মু আইসি পূর্ণেন্দু কুণ্ডুকে “অহংকারী” এবং “তৃণমূলের দলদাস” বলে আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন, বিজেপি কর্মীদের ওপর হামলাকারীরা গ্রেপ্তার না হয়ে উল্টো যারা আক্রান্ত হয়েছে, তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। সাংসদ আরও জানান, গ্রেপ্তার হওয়া কর্মীদের পরিবারের সদস্যরা রাতভর থানার বাইরে অপেক্ষা করলেও পুলিশ তাদের সঙ্গে কোনো কথা বলেনি। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে খগেন মুর্মু জানান, যতদিন আইসি সামনে এসে কথা না বলবেন, ততদিন এই আন্দোলন চালিয়ে যাবেন তিনি। এই ঘটনায় পুরো জেলায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।