প্যান্ডেলে খেলতে খেলতে হঠাৎ অস্বস্তি! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১০ বছরের শিশুর, শোকের ছায়া মহারাষ্ট্রে

বর্তমানে হার্ট অ্যাটাকের নির্দিষ্ট কোনো বয়স নেই। চিকিৎসকরা প্রায়শই তরুণদের সতর্ক থাকার পরামর্শ দেন। কিন্তু ১০ বছর বয়সী এক শিশুর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুর জেলার কোদোলি গ্রামে। গণেশ উৎসবের সময় বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শিশুটির নাম শ্রবণ গাভাড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গণেশ উৎসব উপলক্ষে আয়োজিত মণ্ডপে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল সে। হঠাৎই সে অসুস্থ বোধ করে এবং বন্ধুদের জানিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে তার মায়ের কোলে শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পরেই সে হৃদরোগে আক্রান্ত হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। পরিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো সুযোগই পায়নি। শ্রবণের আগে থেকে কোনো শারীরিক অসুস্থতা ছিল কিনা, তা এখনও জানা যায়নি। কিন্তু স্থানীয়রা জানিয়েছে, আগে কখনও তাকে অসুস্থ হতে দেখা যায়নি।

সাম্প্রতিক সময়ে তরুণ ও শিশুদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা বেড়ে চলেছে, যা চিকিৎসকদেরও চিন্তায় ফেলেছে। গত ৩১ আগস্ট মুম্বাইয়ের আজাদ ময়দানে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি কোটা ব্যবস্থার প্রতিবাদ করার সময় হৃদরোগে আক্রান্ত হন। সেখানে উপস্থিত এক রেডিয়েশন অনকোলজিস্টের দ্রুত সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার ফলে তার জীবন রক্ষা পায়। এই ঘটনাগুলি আবারও প্রমাণ করে যে হার্ট অ্যাটাক এখন আর শুধু বয়স্কদের রোগ নয়।