একই দিনে দুটি উৎসব! সব রাজ্যে কি বন্ধ থাকবে ব্যাঙ্ক? একনজরে দেখেনিন RBI-র ছুটির তালিকা

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এর সঙ্গে রাজ্যভিত্তিক কিছু অতিরিক্ত ছুটিও থাকে। সেই অনুযায়ী, আজ, ৬ সেপ্টেম্বর, শনিবার ব্যাঙ্ক বন্ধ। কিন্তু এই ছুটি কি সারা দেশে প্রযোজ্য? এই প্রশ্নের উত্তর নিয়েই ডেইলিয়ান্ট-এর এই বিশেষ প্রতিবেদন।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী, আজ (৬ সেপ্টেম্বর, শনিবার) বেশ কয়েকটি শহরে ব্যাঙ্ক বন্ধ থাকছে। মূলত ইদ-ই-মিলাদ এবং ইন্দ্রযাত্রার মতো উৎসবের কারণে এই ছুটি। এই ছুটি শুধুমাত্র গ্যাংটক, জম্মু, রায়পুর এবং শ্রীনগরের ব্যাঙ্কগুলোতে প্রযোজ্য। সুতরাং, দেশের বাকি অংশের ব্যাঙ্কগুলো খোলা থাকবে। যদিও ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন ট্রানজ্যাকশন স্বাভাবিকভাবেই করা যাবে।

সেপ্টেম্বরে আরও ছুটি
১২ সেপ্টেম্বর (শুক্রবার): জম্মু ও শ্রীনগরে ইদ-ই-মিলাদ-উল-নবীর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২২ সেপ্টেম্বর (সোমবার): জয়পুরে নবরাত্রি স্থাপনা উপলক্ষে ছুটি থাকবে।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার): জম্মু ও শ্রীনগরে মহারাজা হরি সিং জি-র জন্মদিন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এরপরই রাজ্যে দুর্গাপূজা শুরু হবে, আর সেই উপলক্ষে ব্যাংকগুলোতে লম্বা ছুটি থাকবে। তাই ছুটির তালিকা দেখে ব্যাঙ্কের কাজ সেরে নেওয়াই বুদ্ধিমানের কাজ।