‘মমতা কী করে শিক্ষক দিবস অন্য দিনে পালন করে?’ তারিখ পরিবর্তন নিয়ে বিস্ফোরক শুভেন্দু

রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলিতে ৫ই সেপ্টেম্বরের বদলে ৪ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে সারা দেশে পালিত হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই দিনটি একদিন এগিয়ে এনে ৪ই সেপ্টেম্বর পালন করার সিদ্ধান্ত নেয়। এই নিয়েই তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারী এই পদক্ষেপকে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যবিরোধী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকারের সব নীতি এবং ঐতিহ্যের বিরোধিতা করছে। শিক্ষকের সম্মান নিয়ে রাজনীতি করা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ তিনি আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী শুধুমাত্র নিজের রাজনৈতিক সুবিধার জন্য এমন সিদ্ধান্ত নিচ্ছেন, যা ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের মতো মহান ব্যক্তিত্বের প্রতি অসম্মান।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষক দিবসের দিন রাজ্যের সকল শিক্ষককে ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত করা হবে। সেই অনুষ্ঠানের সুবিধার্থেই তারিখটি একদিন এগিয়ে আনা হয়েছে। তবে বিরোধীদের মতে, এটি স্রেফ একটি অজুহাত। এই ইস্যু নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।