শিশুর গলায় ছুরি ধরে মহিলাকে বিবস্ত্র করল ডেলিভারি বয়, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেপ্তার

ডেলিভারি বয়ের ভয়ংকর অপরাধের সাক্ষী হলো নয়ডা। এক মহিলাকে তাঁর সন্তানের গলায় ছুরি ধরে নগ্ন হতে বাধ্য করার অভিযোগ উঠেছে এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। অভিযোগ, সেই ঘটনার ভিডিয়ো ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নয়ডার গুলিস্তানপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক প্রায়শই ওই মহিলার বাড়িতে দুধ এবং অন্যান্য মুদিদ্রব্য সরবরাহ করতেন। ঘটনার দিন, সে জোর করে মহিলার ঘরে ঢুকে পড়ে। সেই সময় মহিলার শিশু সন্তান ঘুমিয়ে ছিল। ঘরে ঢুকেই অভিযুক্ত বাচ্চার গলায় ছুরি ঠেকিয়ে ধরে এবং মহিলাকে জোর করে পোশাক খুলতে বাধ্য করে।
মহিলাকে নগ্ন হতে বাধ্য করার পাশাপাশি অভিযুক্ত তার মোবাইলে সেই দৃশ্যের ভিডিয়ো ধারণ করে। এরপর সেই ভিডিয়ো দেখিয়ে মহিলাকে ব্ল্যাকমেল করা হয়। অভিযুক্ত, মহিলার সন্তানকে অপহরণের হুমকিও দেয়। জানা গেছে, নির্যাতিতার স্বামী কর্মসূত্রে আমেদাবাদে থাকেন। অভিযুক্ত সেই ভিডিয়ো তার স্বামীকে পাঠানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেয়।
ঘটনাটি ২ সেপ্টেম্বর সূর্যাপুর থানায় জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে। এরপরই অভিযুক্ত ২২ বছর বয়সী ডেলিভারি বয়কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৬ এবং ৩৫১ নম্বর ধারার পাশাপাশি আইটি আইনের ৬৭ নম্বর ধারায়ও মামলা দায়ের করা হয়েছে।