নিজেদের কুসংস্কারের বলি! ডাইনি অপবাদে বৃদ্ধাকে খুন, মেমারির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

পূর্ব বর্ধমানের মেমারিতে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ডাইনি অপবাদে এক সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করে তাঁর মৃতদেহ বাড়ির পাশের একটি জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে মেমারি থানার গৌরীপুর মধ্যমপাড়ার বাড়ি থেকে মাত্র ২০০ ফুট দূরে জলাশয় থেকে ওই বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।
মৃতার নাম লক্ষ্মী হেমব্রম (৭৫)। প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত যে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন সুজন ওরফে বিমল হাঁসদা, সন্দীপ মুর্মু, বিনয় হাঁসদা এবং সেবা ওরফে শিবা হাঁসদা।
কুসংস্কারের বলি এক বৃদ্ধা
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মী হেমব্রম বাড়িতে একাই থাকতেন। কদিন আগেই গ্রামেরই কিছু লোক তাঁকে ‘ডাইনি’ অপবাদ দিয়েছিল। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী জানান, কুসংস্কারের বশবর্তী হয়েই এই খুন করা হয়েছে। ধৃতরা বৃহস্পতিবার রাতে একসঙ্গে বসে মদ্যপান করছিল এবং সেই সময়েই বৃদ্ধাকে খুনের পরিকল্পনা করে। এরপর তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জলাশয়ের কাছে খুন করে এবং দেহ ঝোপের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এই নৃশংস ঘটনাটি সমগ্র জেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং কুসংস্কারের অন্ধকার দিকটি আবারও সামনে এনেছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ডাইনি সন্দেহে খুনের অভিযোগের তদন্ত করছে।