পুজোর কেনাকাটায় স্বস্তি! বৃষ্টির চোখ রাঙানি নেই দক্ষিণবঙ্গে, স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর

আর মাত্র কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কেনাকাটা থেকে প্যান্ডেল হপিং, পুজো মানেই উৎসবের এক অন্য মেজাজ। আর এই উৎসবের আমেজে কেনাকাটার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে সুখবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই উইকএন্ডে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই নিশ্চিন্তে পুজোর কেনাকাটা সেরে ফেলতে পারবেন।
দক্ষিণবঙ্গের উপর থেকে নিম্নচাপের প্রভাব কেটে গেছে। এটি বর্তমানে মধ্যপ্রদেশের দিকে সরে যাচ্ছে। ফলে আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণের ছবিটা স্বস্তিদায়ক হলেও উত্তরবঙ্গের আকাশে বৃষ্টির ভ্রুকুটি এখনই কাটছে না। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। এসব জেলার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকবে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, মহালয়া থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজোর সময়েও বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই কেনাকাটার এই সুযোগ হাতছাড়া না করাই ভালো।