রিল বানাতে গিয়ে সোজা গিয়ে পড়লেন পুকুরে, ভেসে উঠল যুবকের নিথর দেহ

ভার্চুয়াল জগতে জনপ্রিয়তার মোহ এক তরতাজা প্রাণ কেড়ে নিল। রিল ভিডিও বানানোর সময় গাছের ডাল ভেঙে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে ১৮ বছরের আমিরুল শেখের। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ মালদহের মোজমপুর গ্রাম।

মোজমপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র আমিরুলের কাছে রিল বানানো ছিল এক নেশা। গতকাল দুপুরে সে তার চার বন্ধুর সঙ্গে গ্রামের একটি পুকুরে স্নান করতে যায়। স্নান শেষে পুকুর পাড়ের একটি গাছের ডালে উঠে তারা রিল ভিডিও বানানো শুরু করে। আর তখনই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

গাছের ডালটি হঠাৎ ভেঙে পড়লে পাঁচ বন্ধু পুকুরে পড়ে যায়। অন্যরা সাঁতার জানত বলে কোনওমতে পাড়ে উঠে আসে, কিন্তু আমিরুল সাঁতার জানত না। ফলে সে আর উঠে আসতে পারেনি। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর আমিরুলের নিথর দেহ উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আমিরুলের বাবা শুভান শেখ কান্নায় ভেঙে পড়ে বলেন, “বন্ধুদের সঙ্গে পুকুরে গিয়েছিল, বাকিরা ফিরল, আমার আমিরুল ফিরল না।” এই ঘটনায় মোজমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আফরোজা খাতুন জানান, রিল বানানোর সময় গাছের ডাল ভেঙে এই দুর্ঘটনা ঘটেছে। কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।