এত সিপিএম কোথায় ছিল,’ প্রশ্ন তৃণমূলের, পাল্টা জবাব সিপিএমের

রাজ্যের শস্যভাণ্ডার পূর্ব বর্ধমানের রায়না-খণ্ডঘোষ অঞ্চলে বিপুল সংখ্যক বাম সমর্থকের মিছিল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই মিছিল দেখে তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠেছে, ‘এত সিপিএম কোথায় ছিল?’ জবাবে বামেরা পাল্টা কটাক্ষ করে বলেছে, ‘ভোট চুরি না করলেই মিলবে আসল জবাব।’
তৃণমূলের বিরুদ্ধে কৃষকদের ক্ষোভ
জেলা সিপিআইএম সূত্রে খবর, শাসকদল তৃণমূলের ‘অত্যাচার’ এবং দুর্নীতির বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ হচ্ছেন। ১০০ দিনের কাজের টাকা না পাওয়া, প্রকৃত প্রাপকদের আবাস যোজনা থেকে বঞ্চিত করা এবং বন্ধ হয়ে যাওয়া সামাজিক ভাতা চালুর দাবিতে বামেরা ময়দানে নেমেছে। সম্প্রতি রায়না ২ এরিয়া কমিটির উদ্যোগে বিডিও অফিস ঘেরাও করে একটি বিশাল মিছিল করা হয়।
পঞ্চায়েত নির্বাচনেও প্রতিরোধের অভিযোগ
সিপিআইএমের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ‘ভোট লুঠের’ অভিযোগ ছিল। কিন্তু পূর্ব বর্ধমানের কিছু অঞ্চলে বাম সমর্থকরা সেই ‘লুঠ’ রুখে দিয়েছিল। এছাড়াও, বাম আমলে জমির পাট্টা পাওয়া কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য কৃষকসভার নেতৃত্বে ‘জমি পুনর্দখল অভিযান’ চালানো হয়েছে।
বিধানসভা নির্বাচনের প্রস্তুতি
জেলা সিপিআইএম এখন কৃষকসভার রাজ্য সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে। এই সম্মেলন থেকে গ্রামাঞ্চলের আসনগুলোতে তৃণমূলের বিরুদ্ধে জোরালো প্রতিদ্বন্দ্বিতা করার কৌশল ঠিক করা হবে বলে মনে করা হচ্ছে। বাম নেতারা আশাবাদী, কৃষক সংগঠনের মাধ্যমে গ্রামের মানুষের সমর্থন পেয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল করা সম্ভব। এই মিছিল এবং সম্মেলন প্রমাণ করে, বামেরা বাংলায় নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া চেষ্টা করছে।